নিজস্ব সংবাদদাতা,
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা আশরাফ আলীর দুর্নীতির সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়াতে নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় তদন্ত কমিটি গঠন হয়ে বাউফল উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) আনিছুর রহমান বালীকে দেওয়া হয়েছে।
তদন্তের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) আনিছুর রহমান বালী জানান, আশরাফ আলীর দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ব্যাপারে অবগত আছি। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে আশরাফ আলীর সম্পদের বিবরন চাহিয়া ইতিমধ্যে একটি নোটিশ প্রদান করা হয়েছে। আমরা আশরাফ আলীর দুর্নীতির তদন্ত চলমান রেখেছি। আশরাফ আলীর সম্পদের বিবরনের কপি হাতে পেলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরন করা হবে।
এদিকে অনুসন্ধানে জানা যায়, আশরাফ আলী চলমান তদন্তের বিষয়টি অবগত হয়ে নিজেকে বাঁচাতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে যার তথ্যের গুনজন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন জানান, আশরাফ আলী তদন্তকে ভিন্নক্ষাতে প্রবাহিত করতে উৎকোচের বিনিময়ে সংশ্লিষ্ট কতৃপক্ষদের প্রবাহিত করছেন।
এসার্বিক বিষয়ে আশরাফ আলীর কাছে জানতে চাইলে তিনি এরিয়ে যান এবং গণমাধ্যম কর্মীদের দেখে নিবেন বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেন। ভুক্তভোগীরা মনে করছেন, আশরাফ আলীর দুর্নীতির অভিযোগ তদন্তের ইন্দ্রজালে। তবে সঠিক তদন্ত সকলে কামনা করছে আমাদের সাথেই থাকুন আগামীর সংখ্যায়।
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম