ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে শরীফ নামের বার বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকালে পৌরশহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। সে কলেজপাড়ার আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কিশোর শরীফ একজন ব্যাটারী চালিত অটোরিক্সা চালক। বিকালের দিকে সে তার অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ দিকে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ইসমাইল হোসেন (১৬) নামের আরো এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে। কিশোর ইসমাইলও ব্যাটারী চালিত অটোরিক্সা চালক ছিল বলে জানা যায়।