ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে নাঈম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সে ওই এলাকায় মৃত বাবুল মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নাঈম দুপুরের দিকে নারিকেল পাড়তে প্রতিবেশী নওশাদ মৃধার বাড়িতে যায়।
গাছে ওঠার সময় সে নিচে ছিটকে পড়ে।
পরে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
পরে ঢাকা যাওয়ার পথে সে মারা যায়।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪.কম