ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ছাত্রী অপহরণের ১মাস ৬দিন পর সুমন রানাকে গ্রেফতারসহ অপহ্নিতাকে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা প্রকাশ গত ১২ জুলাই সন্ধ্যায় জেলার কসবা পৌর এলাকার তালতলা নিতাইনগর গ্রামের বাড়ির সামনে থেকে আবুল কালামের কন্যা উম্মে আয়মন আক্তার ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের ছাত্র নেতা সুমন রানা।
এই দিকে ছাত্রীর বাবা আবুল কালাম বাদী হয়ে গত ১৩ জুলাই কসবা থানায় নারী ও শিশু নিযার্তন আইনে সুমন রানা সহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার ১মাস ৬দিন পর কসবা থানা পুলিশ গোপন সংবাদে ঢাকার আশুলিয়া থেকে সুমন রানাকে আটক করেন এবং অপহ্নিতা ছাত্রীকে উদ্ধার করেন।
আজ দুপুরে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সততা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত সুমন রানাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উম্মে আয়মন আক্তারকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশ থাকে যে গ্রেফতার সুমন রানা কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমানে আহবায়ক কমিটির সদস্য।