নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী :
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ উদ্যোগে বাউফলে অভিযান চালিয়ে অর্থদণ্ড করা হয়েছে ।
বৃহস্পতিবার (২০ আগষ্ট-২০২০ইং) দুপুর একটার সময় এ অভিযান চালানো হয় ।
এসময় ধার্য্য মূল্য থেকে অধিক মূল্যে ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য সংরক্ষণ এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ না লেখার অপরাধে, ১। মোল্লা মেডিকেল হল মোঃ রিয়াজ আহম্মেদ (৪২), পিতা-মোঃ আঃ রহিম মোল্লা, সাং-৭নং ওয়ার্ড বাউফল পৌরসভাকে ৩৫,০০০ হাজার টাকা, ২। সোনিয়া হোটেল এর মালিক মোঃ আলম (৪০), পিতা-মৃত নুর মির, সাং-৪নং ওয়ার্ড, বাউফল পৌরসভাকে ২০০০ হাজার টাকা, ৩। মুক্তি হোটেল মালিক মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ আঃ রহমান, সাং-বাউফল পৌরসভাকে ২০০০ হাজার টাকা এবং ৪। মা বাবার দোয়া বেকারীর মালিক মোঃ রুহুল আমিন (৫০), পিতা-মৃত- ইসমাইল গাজি, সাং-বিলবিলাশ বাজারকে ১৫০০০ হাজার টাকাসহ সর্বমোট ৫৪,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪০/৪৩ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন।
এম.জাফরান হারুন, দেশের কন্ঠ ২৪.কম