কালিয়াকৈর(গাজপিুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী,কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদাউস রুপা, জনশক্তি জরিপ কর্মকর্তা জামাল উদ্দিন , কাউন্সিলর ফারজানা শারমিন প্রমূখ। সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা ও সচেতনতা মূলক বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়।
মোঃ দেলোয়ার হোসেন দেশের কন্ঠ ২৪.কম