নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালীঃ
পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১ এর হাতে গলাচিপার সোহরাব গাজী (৪৫) নামের এক মানবপাচারকারী আটক হয়েছে ꫰
রবিবার (১৬ ইং আগষ্ট-২০২০ ইং) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার আমখোলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোমবার (১৭ ই আগষ্ট) সকালে তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়꫰
আটককৃত সোহবার আমখোলা ইউপির কিসমত বাউরিয়া এলাকার মৃত রকমান গাজীর ছেলে।
র্যাব-৮ জানায়, ধৃত সোহরাব শিকার করেছে সে মানবপাচারকারী চক্রের একজন সদস্য। ওমানে অবস্থানকারী তার ছেলে সাইফুল এবং কুমিল্লার গনি মিয়ার যোগসাজসে দীর্ঘ দিন ধরে সে অবৈধভাবে ওমানে মানবপাচার করে আসছে।
উল্লেখ্য:: গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিন শহর মিজদায় আন্তর্জাতিক মানবপাচার চক্র অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরন করে মুক্তিপন না পাওয়ায় ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মমভাবে হত্যা করে। এর পর র্যাব-৮ তৎপর হয়ে বিভিন্ন এলাকায় অবস্থানকারী মানবপাচারকারীদের তথ্য সংগ্রহ শুরু করে এবং অতি দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা শুরু করে আসছে।
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম