নাগরপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে হোমিও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মহামারী করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর বাজার পুরাতন বেবি ষ্ট্যান্ডে আইয়ুব আলী সুপার মার্কেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র ও করোন ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরন উদ্বোধন করেন হোমিও ডা: দিলীপ কুমার রায়।
আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও ডাঃ এম এ মান্নানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্টার বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাঃ আশিস শংকর নিয়োগী সদস্য বাংলাদেশ হোমিও বোর্ড, ডাঃ শেখ মোঃ ইফতেখার উদ্দিন সদস্য বাংলাদেশ হোমিও বোর্ড, প্রফেসর ডাঃ শাহিদা আক্তার অধ্যক্ষ টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন সভাপতি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ আব্দুল কায়েম উদ্দিন সহযোগী অধ্যাপক টাংগাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল ও সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ডাঃ আনোয়ারুল হক অধ্যাপক (অবঃ) টাংগাইল হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল, এম এ সালাম সহকারী অধ্যাপক মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজ টাঙ্গাইল, মোহাম্মদ আলী আক্তার প্রভাষক নাগরপুর মহিলা কলেজ, মোঃ শওকত আলী সিনিয়র শিক্ষক মামুদনগর উচ্চ বিদ্যালয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসক ও চিকিৎসা কেন্দ্রের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করে চিকিৎসা সেবার মান বজায় রাখার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এরসাদ মিয়া দেশের কন্ঠ ২৪.কম