স্টাফ রিপোর্টার ঃ
মোহনা গাড়ির ন; ১৩০৩৭৩ গাড়িতে যাএী কম থাকাই গাড়ির কন্ট্রাকটার যাএীর থেকে ভাড়া নিচ্ছে দ্বিগুণ। যাএীদের মধ্যে তীব্র আলোচনা হয়। এক পর্যায়ে গণমাধ্যমে সা;বাদিকের সঙ্গে ভাড়া দ্বিগুণ নিয়ে কথাবলাবলির মাধ্যমে ছাএ লীগের ভুয়া নেতা শহিদুল ইসলাম বলে সা;বাদিক ভুয়া। আই ডি কার্ড ও ভুয়া। মিরপুর১মাজারের সামনে গাড়ি চলন্ত অবস্থায় সা;বাদিক কে অতিরিক্ত মারপিট করেও তার পকেট থেকে টাকা জোর করে টাকা ছিনতাই করে নেই। মিরপুর১শাহ্ আলী থানায় (জিডি) সাধারণত ডাইরি করা হয়(জিডি নম্বর ১০৮৬ এই ঘটনাকে কেন্দ্র করে আবার ও সাংবাদিকের উপর হামলা চালাই ছাএ লীগের নেতা মুখোস ধারী সস্ত্রাস শহিদুল ইসলাম ০৮/০৮/২০২০ আনুমানিক রাত ৮:৩৫মিনেটে আশুলিয়া জামগড়া হিয়ন গার্মেন্টস ৫০০গজ দক্ষিণে রাস্তার মধ্যে রোডের পাইপ এনে এলোপাথাড়ি ভাবে মারধর করে। পরবর্তীতে জানা যায় যে, বাড়ি নরসিংদী,জামগড়া মনি মার্কেট এ ভাড়া বাসাই থাকে_ভারাটিয়া।
মো:ইমরান মোল্যা দেশের কন্ঠ ২৪.কম