ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকার মোল্লা বাড়ি টিনসেট মসজিদের পাশে একটি বাড়ির রুম থেকে পোশাক শ্রমিক এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ওস্থানীয়রা জানান,৪বন্ধু ভাড়া থাকতেন আশুলিয়ার মোল্লা বাড়ি টিনসেট মসজিদের পাশে এনামুল হক এর বাড়ি,এর মধ্যে ঈদের ছুটির পর গত ২দিন আগে ওই ৪বন্ধুর পরিচিত একজন ব্যক্তি সিরাজগঞ্জের মো:শাহিন মিয়া(২৮)তাদের বাসায় আসেন,রবিবার ৯আগষ্ট ২০২০ই; দিবাগত রাত১০টার দিকে শাহিনের লাশ দেখতে পায় একই বাসার আজিজুল (২৪),পরে আশুলিয়া থানা পুলিশ কে খবর দেওয়ার পরে পুলিশ এসে শাহিনের লাশ উদ্ধার করে।
মো: ইমরান মোল্যা দেশের কন্ঠ ২৪.কম